বুদ্ধিতে আইনস্টাইনকেও ছাড়িয়ে গিয়েছে এই বালক!
বার্নাবি সুইনবার্ন এখন `হাই আইকিউ সোসাইটি`র সদস্য।
নিজস্ব প্রতিবেদন: এক ব্রিটিশ বালক ছাপিয়ে গেল স্বয়ং আইনস্টাইনকেও। আর তা নিয়ে হইচই পড়ে গেল। স্বাভাবিকই।
ব্রিস্টলের বার্নাবি সুইনবার্ন ক্রিসমাসের 'মেনসা' টেস্টে সম্প্রতি ছাপিয়ে গেল সর্বকালের সেরা পদার্থবিদ আইনস্টাইনকে। সে এখন 'হাই আইকিউ সোসাইটি'রও সদস্য। অনূর্ধ্ব-১৮ বিভাগে বছরবারোর বার্নাবি সুইনবার্নের স্কোর ১৬২। মনে করা হয় আইনস্টাইনের আইকিউ লেভেল ছিল ১৬০! বার্নাবি ২ পয়েন্ট এগিয়ে! যা রীতিমতো শ্লাঘার।
আইকিউ টেস্টের কথা কম-বেশি সকলেই জানেন। এই পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও যুক্তিশক্তির পরীক্ষা হয়।
জানা গিয়েছে, গণিত এবং রসায়ন পড়তে পছন্দ করে বার্নাবি। সে ব্যবসার প্রতি আগ্রহী। বার্নাবির স্বপ্ন কী? সে একজন 'প্রোগ্রামার' হতে চায়। তার মা গিসালেইন বলেন, আমরা জানতাম ও যথেষ্ট বুদ্ধিমান ও স্মার্ট, তবে ও নিজে চেয়েছিল, কেমন ওর বুদ্ধিমত্তা সেটা একটু পরীক্ষার মাধ্যমে দেখা হোক। তাই ও পরীক্ষায় বসেছিল।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: এই ২৭ ডিসেম্বরেই বদলে গেল মানবজাতির ইতিহাস! কেন জানেন?