নিজস্ব প্রতিবেদন: চিন থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল নোভেল করোনাভাইরাস। মারণ ভাইরাসের থাবায় সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ লক্ষ মানুষ। কিন্তু উৎস দেশ চিনের বেজিংয়েই বাইরে বেরোলে আর পরতে হবে না মাস্ক। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ বাড়ির বাইরে মাস্ক পরার নিয়মে শিথিলতা এনেছে। বেজিংয়ে টানা ১৩ দিন নতুন করে করোনা আক্রান্তর খবর মেলেনি। তাই শুক্রবার নিয়ম শিথিল হলো সেখানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে এত তাড়াতাড়ি মাস্কের অভ্যাস ছাড়তে পারছেন না অনেকেই। অনেকেই বলছেন, মাস্ক পরলে নিরাপদ বোধ করা যায়। অন্য দিকে মাস্ক না পরলে হয়তো ভয় পেতে পারেন সহযাত্রীরা। সে কারণেও মাস্ক খোলার সাহস দেখাতে পারছেন না সেখানকার নাগরিকরা।


এই নিয়ে দ্বিতীয়বার বেজিংয়ে মাস্কের নিয়ম শিথিল হলো। এপ্রিল মাসের শেষের দিকে চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছিল মাস্ক ছাড়া বেরনো যাবে বাইরে। তারপরেই একটি বাজার থেকে ফের শুরু হয় সংক্রমণ। তাই জুন মাসে ফের মাস্ক আবশ্যিক হয়েছিল। তবে করোনা রুখতে অনেকাংশেই সফল হয়েছে চিন। বিশেষজ্ঞরা তার কারণ হিসেবে দায়ি করছেন লকডাউনের কড়াকড়ি, মাস্কের ব্যবহার এবং প্রয়োজনীয় কোয়ারেন্টিন ব্যবস্থাকে।


আরও পড়ুন: রাশিয়ার প্রতিষেধকে মৃত্যু হয়েছে পুতিনের মেয়ের? জানুন আসল সত্যি