ওয়েব ডেস্ক: বাংলা ভাষা নিয়ে একদিনের গর্ব শেষ! ম্লান হচ্ছে উৎসব। বঙ্গদেশ আবার ধীরে ধীরে ফিরছে 'ইংলিশ-বিংলিশে'। অথচ ভাষার দেশ বাংলাদেশ থেকে অন্তত ১০ হাজার ৮৪০ কিলোমিটার দূরে এখনও 'অক্ষত' বাংলা। রক্তের ইতিহাস রচনা করেই বাংলা ভাষা পেয়েছিল বাংলাদেশ। রক্তে রাঙানো 'একুশে ফেব্রুয়ারি' কেবল বিজয় উৎসব হয়েই থেকে যাবে, এমনটা ভাবলেই বাঙালি হৃদয় কেঁদে ওঠে। বঙ্গদেশ এক নদী রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল মায়ের ভাষার স্বাধীনতা। এখন তার থেকেও বেশি রক্তক্ষরণ বোধহয় হচ্ছে বাংলা ভাষারই। যা জয় হল, তা জয়ী হয়ে থাকতে পারল কই। ভাষার ওপর অন্য ভাষা চেপে চেপে কৌলিন্য তো হারাচ্ছেই, সঙ্গে বিসর্জিত হতে চলছে অহংকার, গর্ব। এসবের জন্য দায়ী ভাষার অব্যবহার। ইংরাজিতে একটা কথা আছে, 'প্র্যাকটিস মেকস অ্যা পার্সন পারফেক্ট'। বাংলা ভাষার ব্যবহার যেভাবে কমছে তাতে অশনি সংকেতই দেখছে বিশেষজ্ঞরা। তবে যোগ্য সম্মান দিয়ে বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখছে আরও একটি দেশ, নাম সিয়েরা লিওন। 


দক্ষিণ আফ্রিকার এই দেশ বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতি দিয়েছে। ২০০২ সালে গণপ্রজাতন্ত্রী সিয়েরা লিওন বাংলাকে তাদের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। নয় নয় করে দেড় দশক সেই স্বীকৃতিকে মাথার মুকুট করেই রেখেছে 'কৃষ্ণাঙ্গ' মহাদেশের সিয়েরা লিওন। এটাই ওদের জাত্যাভিমান। 'বাংলা কেবল বাংলাদেশের একার নয়, আমাদেরও', ভাষার এই বিশ্বজনীনতাকে বারে বারে মনে করিয়ে দিয়েছে  দক্ষিণ আফ্রিকার এই দেশ।