জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এতদিনে এটা মোটামুটি সকলেই জেনে গিয়েছেন যে, গাড়ির প্রতি একটা আলাদা আগ্রহ রয়েছে বিল গেটসের। ধনকুবের, প্রযুক্তি ব্যবসায়ী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি 'অটোনমাস ভেহিকল' বা এভি'তে একটা রাইড করেছেন। এই গাড়ির ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট ভাবে তাঁর মত ও দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। গেটসের মতে, আগামী দিনের পরিবহণের ভবিষ্যৎ হতে চলেছে এই স্বয়ংক্রিয় গাড়ি তথা অটোনমাস ভেহিকল'ই। আগামিদিনের পরিবহণ-বিশ্বে স্বয়ংক্রিয় গাড়িকে 'গেমচেঞ্জার' বলে উল্লেখ করলেন বিল গেটস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: World’s Most Popular Leader: বাইডেন, সুনাককে এক দৌড়ে পিছনে ফেলে দিলেন নরেন্দ্র মোদী! কেন জানেন?


নিজের ব্লগে গেটস বলেছেন-- দেরিতে নয়, বরং তাড়াতাড়ি সেই দিন আসছে, যখন আমরা আমাদের গাড়ির নিয়ন্ত্রণ যন্ত্রের হাতে ছেড়ে দেব। এই কথা বলার পাশাপাশি লন্ডনে একটি স্বয়ংক্রিয় গাড়িতে চড়েন বিল। এই গাড়িতে চড়তে পেরে বেশ খুশি হয়ে ওঠেন বিল গেটস। 'হ্যান্ডস অফ দ্য হুইল: দ্য রুলস অব দ্য রোড আর অ্যাবাউট টু চেঞ্জ' শিরোনামে গত বুধবার লেখা এক ব্লগে বিল গেটস তাঁর এই গাড়ি চড়ার অভিজ্ঞতার কথা লিখেছেন।


আরও পড়ুন: Explosion in Russian Cafe: মূর্তির ভিতরে মৃত্যু! ক্যাফেতে বিস্ফোরণে নিহত ওয়ারব্লগার, আহত বহু...


ব্রিটেনের একটি স্টার্টআপ 'ওয়েভ'–এর তৈরি একটি গাড়িতে বসে ছিলেন বিল গেটস। পরীক্ষামূলক এই ভ্রমণে চালকের আসনে নিরাপত্তার জন্য একজন ছিলেন যদিও। এবং একাধিক বার গাড়ির নিয়ন্ত্রণের জন্য তাঁকে হস্তক্ষেপ করতেও হয়েছিল। সব মিলিয়ে এ ধরনের গাড়ি চড়ার ঘটনাকে স্মরণীয় বলে মনে করছেন বিল গেটস। সড়কের নিয়ম মেনে গাড়িটির চলার ক্ষমতা দেখে বিল রীতিমতো মুগ্ধ হন!


লন্ডনের রাস্তায় স্বয়ংক্রিয় গাড়িতে চড়ার সময় বিল গেটসের সঙ্গে ছিলেন 'ওয়েভে'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা অ্যালেক্স কেনডাল। 'ওয়েভ' বর্তমানে স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণের কাজই করে যাচ্ছে। বিল গেটস লিখেছেন, লন্ডন শহরের যে পরিবেশের মধ্য দিয়ে গাড়িটি পথ চলছিল, তা বেশ চ্যালেঞ্জিং ছিল!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)