ওয়েব ডেক্স: কুকুরকে কামড়ানোয় এক ব্যক্তিকে গ্রেফতার করল মার্কিন পুলিস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে কুকুরটি। তার চিকিত্সা চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউ হ্যাম্পশায়ার পুলিসের প্রধান জানিয়েছেন, বসকাওয়েন শহরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার খবর পেয়ে ২ অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিস। কিন্তু পুলিস আসতে দেখেই পালায় দু'জন। তাদের পুলিস কুকুর তাড়া করলে কুকুরটির গলা চেপে ধরে একজন অভিযুক্ত। কিছুক্ষণ পর কুকুরটিকে জোরে কামড় দিয়ে পালায় সে। ততক্ষণে অন্যজনও পগারপার।


আরও পড়ুন - সত্যিই কি জাল নোট ছাপা হচ্ছে বাংলাদেশে? কতটা সত্যি এই ভাইরাল ভিডিও?


এই ঘটনায় গুরুতর আহত হয়েছে K9 বেদা নামে কুকুরটি। তার চিকিত্সা চলছে। 


পরে অবশ্য ২ অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিস। তাদের বিরুদ্ধে পুলিস কুকুরকে আহত করার অভিযোগ আনা হয়েছে। পুলিস আধিকারিকের সাবধানবাণী, পুলিস কুকুরের হাত থেকে নিষ্কৃতি পাওয়া অত সোজা নয়।