ওয়েব ডেস্ক: গোটা দেশ ঝপ করে নেমে এল কারেন্ট অফ। দেশজুড়ে লোডশেডিং। সব জরুরি পরিষেবা বন্ধ। টিভি স্টেশন থেকে হাসপাতাল,রাজপথের সব আলো। সব জায়গায় ব্ল্যাক আউট। এমনকী দেশের সংসদ ভবনেও লোডশেডিং। একেবারে টানা তিন ঘণ্টা ব্ল্যাক আউট। এমনই ঘটনা ঘটল আফ্রিকার দেশ কেনিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল গোটা কেনিয়া জুড়ে এই লোডশেডিংয়ের কারণ খুঁজতে গিয়ে অবাক হয়ে যান তদন্তকারীরা। কেনিয়ার ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি জানায় কোনও বিপর্যয় নয়, আসলে এটা একটা বাঁদরের বাঁদরামি।


মধ্য কেনিয়ার গিতারু পাওয়ার স্টেশনের ছাদে সবার চোখ এড়িয়ে উঠে পড়ে বাঁদরটি। কিছুক্ষণ লাফালাফির পর পা পিছলে ট্রান্সফর্মারের মধ্যে পড়ে যায়। ফলে প্রায় সব মেশিন বিকল হতে শুরু করে। গোটা দেশে নেমে আসে ব্ল্যাকআউট। প্রায় ২০০ মেগাওয়েটের বিদ্যুত্‍-এর অপচয়, আর গোটা দেশবাসীর হয়রানির ঘটনাটা ঘটল বাঁদরের বাঁদরামিতে।


তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ট্রান্সফর্মারের চারপাশে বিদ্যুতের বেড়া থাকা সত্ত্বেও কী করে বাঁদরটা ওখানে পৌঁছে গেল!