ওয়েব ডেস্ক : নীল রঙের কী কী হয়? আকাশের রং নীল। সমুদ্রের জলের রং নীল। হীরে হয় নীল রঙের। বছরের কোনও কোনও দিন আকাশে দেখা যায় "ব্লু মুন"কে। রাজপরিবারের সদস্যদের নাকি 'ব্লু ব্লাড' হয়!  কিন্তু, নীল রঙের মানুষ? মানে গায়ের চামড়ার রং নীল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেনটাকিতে খোঁজ পাওয়া গেল এমনই এক পরিবারের। যে পরিবারের সদস্যদের সবারই গায়ের চামড়া নীল রঙের। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা কেনটাকির বাসিন্দা। চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় এর নাম মিথেমোগ্লোবিনেমিয়া। জিনগত ত্রুটির কারণেই এরকম নীল রঙের ত্বক হয় বলে জানিয়েছেন চিকিত্সকরা। তাঁরা আরও জানান, প্রধানত নিজের পরিবারের মধ্যে প্রজনন হলেই এই ধরনের জিনগত রোগ দেখা যায়।


তবে, চিকিত্সাশাস্ত্র যাই বলুক, নীল রঙের ত্বক নিয়ে বিশ্বের বিস্ময় কুড়িয়েছে এই পরিবার...