নিজস্ব প্রতিবেদন : লন্ডনের সুড়ঙ্গে বোমাতঙ্ক। এক ব্যক্তি বিস্ফোরক নিয়ে আন্ডারগ্রাউন্ডের চ্যারিং ক্রস স্টেশনে ঢুকেছে বলে গুজব ছড়ায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই পুলিস সন্দেহভাজনকে চিহ্নিত করে গ্রেফতার করে। চলছে জিজ্ঞাসাবাদ। সেই সঙ্গে খালি করে দেওয়া হয়েছে স্টেশন চত্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তার সঙ্গে বিস্ফোরক রয়েছে বলে দাবি করে, এদিন সকালে হঠাত্ই ধৃত ব্যক্তি চ্যারিং ক্রস স্টেশনে ঢোকে। তার হুমকিতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে। ছোটাছুটি শুরু হয়ে যায়। স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়। খবর পেয়ে বিশাল পুলিসবাহিনী সেখানে এসে গ্রেফতার করে অভিযুক্তকে। তবে তার কাছ থেকে কোনও বিস্ফোরক উদ্ধার হয়েছে কি না তা এখনও খোলসা করেনি পুলিস।


প্রসঙ্গত, বড় ধরনের জঙ্গি হানার সতর্কতা জারি করেছেন ব্রিটেনের গোয়েন্দারা। এই পরিস্থিতিতে এদিনের ঘটনায় স্বভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায়।


আরও পড়ুন- জাপানে প্রবল ভূমিকম্পে বিপর্যস্ত জনজীবন, মৃত ৩