নিজস্ব প্রতিবেদন: নতুন স্ট্রেনের ভীতি মিড-ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউনে যেতে বাধ্য করল ব্রিটেনকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Prime Minister Boris Johnson) সোমবার একথা জানিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাসের নতুন স্ট্রেন হু হু করে ছড়িয়ে পড়ছে ব্রিটেনে। তা রুখে দিতেই সম্পূর্ণ লকডাউনের (Full Lockdown) পথে হাঁটল ব্রিটেন। প্রায় ৫ কোটি ব্রিটেনবাসীকে লকডাউন মেনে চলতে হবে। ফের বন্ধ করে দেওয়া হবে স্কুল-কলেজ। বাজার দোকানও যখন-তখন খোলা থাকবে না। খুলতে হবে নিয়ম মেনেই।


করোনা-আবহে ব্রিটেনে প্রথম পর্বের লকডাউন হয়েছিল গত বছরের মার্চ থেকে জুন মাস। 


নতুন লকডাউন নিয়ে বরিস জানিয়েছেন, অধিকাংশ দেশই সাবধানতার পথে হাঁটছে। টিকা দেওয়ার কাজ যখন চলছে, তখন নতুন স্ট্রেনের ছড়িয়ে পড়া রুখতে আরও সতর্ক হতে হবে। 


Also Read: ব্রিটেনে Covid সংক্রমণ তুঙ্গে, প্রজাতন্ত্র দিবসে ভারত সফর বাতিল করলেন Boris Johnson