জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক মন্ত্রীর পদত্যাগের জেরে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্তত তেমনই খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর মন্ত্রিসভার ৪০ জন মন্ত্রীই পদত্যাগ করেছেন। মন্ত্রিসভা ভেঙে যাওয়ার উপক্রম। যে কোনও মুহূর্তে সরকার পড়ে যেতে পারে। চরম সংকট ব্রিটেনের রাজনীতিতে। এর পর কী হবে? সেদিকেই বিশ্বের সকলের নজর। 


ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইরাকি বংশোদ্ভূত শিক্ষা সচিব নাদিম জাহাউইকে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনকের পদত্যাগের পরে এই নাম ঘোষণা করেছেন তিনি। ডাউনিং স্ট্রিট জানিয়েছিল, রানি দ্বিতীয় এলিজাবেথ জাহাউই-র নিয়োগের অনুমোদন দিয়েছেন। জাহাউই তাঁর কুর্দি পরিবারের সঙ্গে শিশু বয়সে ব্রিটেনে আসেন। পরবর্তীকালে তিনি সাফল্যের সঙ্গে ব্রিটেনে ব্যবসা করেছেন। ৫৫ বছর বয়সী জাহাউই বিশিষ্ট পোলিং কোম্পানি YouGov-এর সহ-প্রতিষ্ঠাতা। ২০১০ সালে এমপি হওয়ার আগে লন্ডনে স্থানীয় কনজারভেটিভ রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। তিনি ব্রিটেনের মহামারী টিকাকরণের তদারকির মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। অন্য দিকে, সুনকের মতেই, তাঁর ব্যক্তিগত সম্পদ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০১৩ সালে তাঁর আস্তাবল গরম করার খরচ সংসদের কাছে দাবি করেন তিনি। এর জেরে দেশের মানুষের মনে তাঁর আরও বেশি করে নেতিবাচক প্রভাব পড়ে বলে খবর। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Boris Johnson: বিলেত-বিভ্রাট! বরিস জনসন পদত্যাগ করলে তার পরে কী...