ওয়েব ডেস্ক: ভারতকে ভেঙেছিল যারা, এখন তাদের দেশেই ভাঙনের ভ্রুকুটি। ব্রেক্সিটের ধাক্কায় বেসামাল ব্রিটেন। স্বাধীনতা চাইল লন্ডন। বিরোধী শিবিরে বিদ্রোহ। অজস্র ফাটলে চৌচির ইউনাইটেড কিংডম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রেক্সিটেই বিপদমুক্তি। ভেবেছিলেন বিচ্ছিন্নতাবাদীরা। হল ঠিক উল্টো। গণভোটের প্রাথমিক উন্মাদনার রেশ কাটতেই শুরু পাল্টা প্রচার। প্রায় ৯ কোটি মানুষের বাস এই লন্ডনে। ৬০ শতাংশ মানুষই ভোট দিয়েছেন ব্রিমেইনের পক্ষে। ব্রেক্সিটের পর এবার স্বাধীনতা চাইছে লন্ডনও। পিটিশনে সই করেছেন দেড়লক্ষ মানুষ। লন্ডনবাসী চান ইউনিয়নেই থাকুক ইউনিয়ন জ্যাক। 


শুধু ক্ষমতাসীন কনজারভেটি পার্টি নয়। ব্রেক্সিট ভাঙন ধরিয়েছে বিরোধী লেবার শিবিরেও। এই দলের অধিকাংশ সাংসদই ছিলেন ইউনিয়নে থাকার পক্ষে। গণভোটের পর দলের মধ্যে শুরু হয়েছে খেয়োখেয়ি। দলের পররাষ্ট্রসচিব হিলারি বেনকে তাড়িয়ে দিয়েছেন দলনেতা জেরেমি কর্বিন। হিলারি অপসারণের প্রতিবাদে পদত্যাগ করেছেন দলীয় ক্যাবিনেটের তিন সদস্য।