ওয়েব ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষেই পাল্লা ভারি ব্রিটেনের গণভোটে। প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ভোটগণনা। এখনও পর্যন্ত পাওয়া ফলাফলে ব্রেক্সিটের পক্ষেই রায় ব্রিটিশদের। সব মিলিয়ে ব্রিটেন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখান থেকে বিশ্বায়নের এক নতুন অধ্যায়  শুরু হতে পারে। ব্রেক্সিট সফল হলে ব্রিটিশদের দেখানো রাস্তায় হেঁটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে পারে অন্যান্য দেশও। আন্তর্জাতিক অর্থনীতিতেও ব্যাপক পরিবর্তন আসতে পারে। ব্রেক্সিটের সিদ্ধান্ত নিলে ব্রিটেনই হবে প্রথম দেশ যারা ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে চলে যাবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রেক্সিটের রেজাল্টে শেয়ার বাজারেও ব্যাপক প্রভাব পড়েছে। বাজার খুলতেই শেয়ার বাজারে ধস নেমেছে। পাউন্ডের দামে রেকর্ড পতন হয়েছে। কমছে পাউন্ডের দাম। ধস নেমেছে এদেশের শেয়ার বাজারেও। বাজার খুলতেই ২৫০ পয়েন্ট পড়েছে শেয়ার সূচক নিফটি। নশো পয়েন্ট পড়েছে সেনসেক্স। 


ব্রেক্সিটের কারণে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মোকাবিলায় তৈরি সরকার। জানালেন কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব শাক্তিকান্ত দাস।