ডোকলাম দ্বৈরথের পর BRICS সম্মেলনে এই প্রথম বৈঠকে মোদী-জিংপিং, নজর গোটা বিশ্বের
ওয়েব ডেস্ক: ব্রিকসে কাছাকাছি ভারত চিন। আজ ভারতীয় সময়ে সকাল ১০ টায় দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট জিং পিং। ডোকলাম নিয়ে আপাতত দুই রাষ্ট্রনেতাই যে ভাবতে নারাজ, তা ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। যদিও আজকেই এই বৈঠকে দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ডোকলাম দ্বৈরথের পর এই প্রথম মুখোমুখি হয়েছেন দুই রাষ্ট্রনেতা।
ডোকলাম নিয়ে গত কয়েক মাস ধরেই ঠান্ডা লড়াই চলছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে দু’দেশই আস্থা বর্ধক পদক্ষেপ হিসেবে এই বৈঠকের দিকে তাকিয়ে। রবিবার BRICS সম্মেলনে যোগ দিতে চিনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। গতকাল BRICS সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।