নিজস্ব প্রতিবেদন: 'করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছি', রবিবার রাতে দেশের বিখ্যাত কিছু সৌধে আলোর খেলায় তেরঙ্গা (Tricolour) সাজিয়ে কঠিন সময়ে এমনই বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহী। সে দেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফায় (Burj Khalifa) এদিন লাইট শোতে ভারতীয় পতাকা প্রদর্শিত হয়। হ্যাশট্যাগ সহযোগে বার্তা দেওয়া হয় #StayStrongIndia। বুর্জ খলিফার তরফে টুইটে বলা হয়, ভারতের এখন খুব কঠিন সময়। আমাদের তরফ থেকে ভারত ও সেখানের বাসিন্দাদের জন্য প্রার্থনা ও শুভকামনা রইল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আরও পড়ুন: PM Cares Fund ব্যবহার করে খুব দ্রুত তৈরি হবে অক্সিজেন প্রস্তুতকারক প্ল্যান্ট


বুর্জ খলিফা ছাড়াও সে দেশের অন্যান্য সৌধেও ভারতের পতাকা প্রদর্শন করা হয়। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ওয়েভের সঙ্গে লড়াই করচে ভারতবর্ষ। দেশে অক্সিজেন ঘাটতি নিয়ে দূর্বিষহ অবস্থা সাধারণ মানুষের। বেশকিছু রাজ্য ও শহরে লকডাইন বা নাইট কার্ফু জারি করা হয়েছে। এরই মাঝে প্রত্যহ রেকর্ড সংক্রমণ হয়েই চলেছে। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হন। মৃত্যু হয় ২ হাজার ৬৭৬ জনের।