নিজস্ব প্রতিবেদন: বেপরোয়া গতি কেড়ে নিল ২৩ তাজা প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস গিয়ে পড়ল গভীর খাদে। এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটল নেপালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাস্তার মধ্যেই আক্রমণ স্বামীর, নির্মম পরিণতি প্রাক্তন স্ত্রীর


শনিবার সন্ধেয় স্কুল পড়ুয়াদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশে যাচ্ছিল ওই বাসটি। অন্যান্য যাত্রী নিয়ে বাসে ছিলেন ৩৭ জন যাত্রী। নেপালের ডাঙ্গ জেলার তুলসীপুরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কমপক্ষে ৪০০ মিটার একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। হাসাপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও ৩ জনের।


জেলা পুলিস সুপার প্রেম বাহাদুর শাহি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাসটি কাপুরকোট থেকে তুলসীপুর যাচ্ছিল।


আরও পড়ুন-ভরতপুরে সাতসকালে গুলিবিদ্ধ নবম শ্রেণির পড়ুয়া


দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিক্ষক ও বাসের চালকের। জোর কদমে উদ্ধারকাজ চালিয়ে আহতদের উদ্ধার করা হয়। অধিকাংশকেই নিকটবর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।


উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর মধ্য নেপালে এক দুর্ঘটনায় নিহত হন ২০ জন। সেবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৩০০ ফিট গভীর একটি নদীতে ঝাঁপিযে পড়ে। যাত্রীরা একটি মৃতদেহ সত্কারে যাচ্ছিলেন।