ওয়েব ডেস্ক: আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায়, যেটা এককালীনই। আর সারা জীবনে হয়তো তেমন কখনও ঘটল না। সেরকমই কিছু স্মৃতিতে থেকে যায় আমাদের। আর সেই গল্পগুলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলি। ঠিক যেমন, আমাদেরও পূর্ববর্তী প্রজন্মের লোকেরা আমাদের, তাঁদের আগের অভিজ্ঞতা জানিয়ে গিয়েছে। সেরকমই এক ঘটনার কথা বলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ সালের আগস্ট মাসে ৫টা শুক্রবার, ৫টা শনিবার আর ৫টা রবিবার ছিল। ৮২৩ বছর অন্তর এমন বিরল ক্যালেন্ডার দেখতে পাওয়া যায়। তাই এটা আপনার আর দেখার সুযোগ নেই! একবারই দেখে ফেলেছেন। অবশ্য এতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, কত মানুষ তো আপনার মতো একবারও এই জিনিসটা দেখতে পেল না।


(এই তথ্যটি নেওয়া হয়েছে অসাধারণ জ্ঞান নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।)