COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ওয়েব ডেস্ক: বায়ুমণ্ডলে ছিদ্র, ধীরে ধীরে ভারসাম্য কমছে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের। ধীরে ধীরে হলেও বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, বায়ুমণ্ডলের এই ছিদ্রই কি পৃথিবীতে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনবে? ব্রিটেন ও অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা চালিয়ে দেখেছে, বর্তমানে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমান শতাংশের হারে ২১। এই পরিমান আগে ছিল ৩০ শতাংশ। বায়ুমণ্ডলীতে সবথেকে বেশি মাত্রায় রয়েছে নাইট্রোজেন। ৭৮ শতাংশ। বায়ুমণ্ডলীয় গ্যাসবিশেষ ARGON-এর মাত্রা ৯ শতাংশ। কার্বন ডাই-অক্সাইডের পরিমান .০৩ শতাংশ।


গবেষকরা অনুমান করছেন, অনেক সময় সূর্যের প্রচণ্ড রশ্মির তেজে বায়ুমণ্ডল অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে। যার কারণে গ্যাসের আস্তরণে তৈরি হয় ছিদ্র। গ্রহদের মধ্যে পৃথিবী ছাড়া মঙ্গলগ্রহ সহ অন্যান্য গ্রহদের ওপর একটি ম্যাগনেটিক শিল্ডের আবরণ থাকে, যা প্রখর সূর্য কিরণ থেকে বায়ুমণ্ডলীকে রক্ষা করে। ২০১৩ সালে ইউনিয়ন জেনারেল অ্যাসেম্বলির সাধারণ সভায় এই বিষয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের আবহাওয়াবিদরা।