ওয়েব ডেস্ক: কানাডায় স্কুলে গুলি। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। আশঙ্কাজনক আরও দুই। প্রত্যন্ত সাসকাচেওয়ান অঞ্চলে লা লোকেতে হাইস্কুলে তাণ্ডব চালায় এক বন্দুকবাজ। ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলটি। কানাডায় বন্দুক আইন বেশ কড়া। মার্কিন আইনের চেয়েও কঠোর নীতি মেনে চলা হয় সেখানে। তা সত্ত্বেও এই ঘটনায় হতভম্ব সকলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। তার কাছে পাওয়া বন্দুকটিও এখন পুলিসের হেফাজতে।


পুলিসের সন্দেহ, অভিযুক্তের বাড়ি থেকেই প্রথম ঝামেলা শুরু। সেখানেও গুলি চলেছে কিনা, কেউ হতাহত কিনা তা এখনও স্পষ্ট করেনি পুলিস। জানা যাচ্ছে, এরপরই স্কুলে পৌছে গুলিবৃষ্টি শুরু করে অভিযুক্ত। এই হত্যালীলার মোটিভ কী, তাও এখনও খোলসা করেনি স্থানীয় পুলিস-প্রশাসন।