ওয়েব ডেস্ক : ফের বিস্ফোরণে কেঁপে উঠল ইরাক। সোমবার আচমকাই গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে বাগদাদ শহরের একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহত হন কমপক্ষে ২৫ জন। তবে কে বা করা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে সঠিকভাবে কোনও তথ্য মেলেনি। তবে সোমবার সকালে বাগদাদে যে বিস্ফোরণ হয়, তার নেপথ্যে রয়েছে আইএস জঙ্গিরাই। এমনই মনে করছে ইরাকের পুলিশ প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আতঙ্কে সেখান থেকে পালাতে শুরু করেন মানুষ। শুধু তাই নয়, শক্তিশালী বিস্ফোরণের জেরে আশপাশের বেশ কিছু বাড়ির জানলা, দরজাও ভেঙে পড়ে। তবে বিস্ফোরণের জেরে যাতে আর কেউ আহত না হন, তার জন্য ঘটনাস্থলে হাজির হয় সেনা বাহিনী। আহতদের হাসপাতালে ভর্তি করে, তড়িঘড়ি চিকিত্সার ব্যবস্থাও করা হয় বলে খবর।


ছবি-প্রেস টিভি