ওয়েব ডেস্ক : অর্ডার ছিল DVD-র। কিন্তু পার্সেল বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। এমা! এটা কী? একটা জ্যান্ত বিড়াল তো! কোনওরকমে গুটিসুটি মেরে পড়ে রয়েছে ছোট্ট বাক্সটার মধ্যে। দেখলে মনে হবে ‘মারা গেছে’! কোনও নড়নচড়ন নেই। ঘটনাটি লন্ডনের।


কর্নওয়ালের বাসিন্দা এক ব্যক্তি ওয়েস্ট সাসেক্সের একজনের কাছে DVD-র অর্ডার পাঠিয়েছিলেন। কিন্তু, ৮দিন পর যখন ডেলিভারি এল, তখন পার্সেল বাক্সের মধ্যে DVD-র সঙ্গে তিনি পেলেন একটি বিড়ালও। বিড়ালটি সিয়ামিজ প্রজাতির, নাম কাপকেক। তবে, স্বস্তির বিষয়, প্রাথমিক শ্রুষুষার পর আপাতত সুস্থ আছে বিড়ালটি। এই ঘটনার কড়া নিন্দা করেছেন পশুপ্রেমীরা।