ওয়েব ডেস্ক : চেষ্টা করেছিল নানা ভাবে। কখনও ভয় দেখানোর চেষ্টা করে, আবার কখনও উপদেশ দেওয়ার চেষ্টা করে। লাভ হয়নি কোনও ভাবেই। ভারতের আমন্ত্রণে শীঘ্রই অরুণাচল প্রদেশে আসছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। সেই সফরকে আটকাতে চেষ্টা করেছিল চিন। কিন্তু, তাতে কাজ না হওয়ায় এবার নতুন করে ভারতের সমালোচনায় নামল তারা। চিনের পক্ষ থেকে ফের জানানো হল এই সফর আগামী দিনের জন্য একটি ভুল পদক্ষেপ ভারতের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ৪ এপ্রিল থেকে অরুণাচল প্রদেশ সফরে আসছেন তিব্বতের এই ধর্মগুরু। থাকবেন এক সপ্তাহ। সফরের সময় অরুণাচল প্রদেশের তাওয়াং সহ বিভিন্ন এলাকায় যাবেন তিনি। ভারতের তরফে তাঁর এই সফরকে সম্পূর্ণ একটি ধর্মীয় সফর বলে জানিয়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন- জলবিদ্যুত্ কেন্দ্র হয়ে রুগ্ন হয়েছে তিস্তা, 'লাইফ লাইন' নিয়ে টানাটানি ভারত-বাংলাদেশের!


এদিকে, গত মাসের শুরু থেকেই দলাই লামার এই সফর নিয়ে সরব হয়েছে চিন। তাদের বক্তব্য, তাঁর এই সফরের ফলে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব পড়বে। শুধু তাই নয়, ওই এলাকায় বাড়বে সীমান্ত সন্ত্রাসের মতো ঘটনা। ভারত ও চিনের সীমান্তে নিরাপত্তা নিয়েও সমস্যা দেখা দিতে পারে বলে চিনের দাবি। এখানেই শেষ নয়, তিব্বতের এই ধর্মগুরুর সফরের ফলে নাকি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর(CPEC)-র কাজেও প্রভাব পড়বে বলে দাবি বেজিংয়ে।  


অন্যদিকে, ভারতের তরফে, দালাই লামার এই সফরকে ধর্মীয় সফর বলে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।