শুধু নিজের পদবি বদলে ফেলুন, আর রোজ বার্গার পান আজীবন!
পকেটের একটাও পয়সা খরচ না-করে, রোজ রোজ ফ্রিতে বার্গার খেতে চান? নিশ্চিত ভাবেই `হ্যাঁ` বলবেন। নো চিন্তা, সব ব্যবস্থা হয়ে যাবে। শুধু নিজের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পদবিটা বদলে ফেলুন। সপ্তাহে সাত দিন সাতটা বার্গার আপনার ঠিকানায় পৌঁছে যাবে। অর্থাত্, বছরে ৩৬৫ দিনই আপনি হাতে বার্গার পাবেন। পদবি নিয়ে আজকাল কারও মাথাব্যথা আছে বলে মনে হয় না। চারপাশে এমন অনেকেই আছেন, যাঁরা পদবি উল্লেখ করার প্রয়োজনই বোধ করেন না। আবার, পদবি ফেলে নিজের মনের মতো পদবি বসিয়ে নেন কেউ কেউ। সেখানে নয় আপনি নিজের পদবি ফেলে `মিস্টার` বা `মিস` বা `মিসেস এক্স বার্গার` হয়ে উঠলেন। ফ্রি-র বার্গারে রোজ তৃপ্তির কামড় দিতে চাইলে, শুধু এটুকুই আপনাকে করতে হবে।
ওয়েব ডেস্ক: পকেটের একটাও পয়সা খরচ না-করে, রোজ রোজ ফ্রিতে বার্গার খেতে চান? নিশ্চিত ভাবেই 'হ্যাঁ' বলবেন। নো চিন্তা, সব ব্যবস্থা হয়ে যাবে। শুধু নিজের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পদবিটা বদলে ফেলুন। সপ্তাহে সাত দিন সাতটা বার্গার আপনার ঠিকানায় পৌঁছে যাবে। অর্থাত্, বছরে ৩৬৫ দিনই আপনি হাতে বার্গার পাবেন। পদবি নিয়ে আজকাল কারও মাথাব্যথা আছে বলে মনে হয় না। চারপাশে এমন অনেকেই আছেন, যাঁরা পদবি উল্লেখ করার প্রয়োজনই বোধ করেন না। আবার, পদবি ফেলে নিজের মনের মতো পদবি বসিয়ে নেন কেউ কেউ। সেখানে নয় আপনি নিজের পদবি ফেলে 'মিস্টার' বা 'মিস' বা 'মিসেস এক্স বার্গার' হয়ে উঠলেন। ফ্রি-র বার্গারে রোজ তৃপ্তির কামড় দিতে চাইলে, শুধু এটুকুই আপনাকে করতে হবে।
আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার
এই পদবি পরিবর্তনটা আইন অনুযায়ী হওয়া চাই। মানে, যেভাবে আদালতে নাম-পদবি পরিবর্তন হয় তার সবই করতে হবে। সেই পদবি পরিবর্তনের কাগজের কপি অস্ট্রেলিয়ান ফাস্ট ফুড চেন 'মিস্টার বার্গার'-এর মেলবোর্নের ঠিকানায় পাঠিয়ে দিলেই কাজ শেষ। কাগজপত্র ঠিকঠাক থাকলে, কোম্পানির প্রতিশ্রুতি মতো রোজ বার্গার চলে আসবে আপনার ঠিকানায়!এই অফারের সুযোগ নিতে হলে, হাতে আর একটা মাস পাবেন। অস্ট্রেলিয়ার এই কোম্পানির বিজ্ঞাপন থেকে জানা গিয়েছে, ৩১ জুলাই-এর মধ্যে যাঁরা পদবি পরিবর্তনের নথি পাঠাবেন, তাঁরাই এই বার্গার পাবেন! এবং আজীবন!
আরও পড়ুন আমাদের ক্রীড়াদেবতা কে?