ওয়েব ডেস্ক: মা, শব্দটার মধ্যে আছে এক সুখকর অনুভূতি। মায়া, মমতা, স্নেহ, ভালবাসা। কিন্তু এই সুখের অনুভূতির আগে মার সঙ্গে শিশুর প্রথম সম্পর্কটা শুরু হয় যন্ত্রণা দিয়ে। প্রসববেদনা। যে বেদনা শুধু একজন মা-ই অনুভব করতে পারেন। কতটা কষ্ট হয় শিশুর জন্ম দিতে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মা হওয়ার এই কষ্ট কেমন হয়, সেই অনুভূতি পুরুষদের দিল চিনের এক সংস্থা। মাতৃ দিবস সেলিব্রেট করতে চিনের হার্বিনে এক ইভেন্টের আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টে পুরুষদের কৃত্রিম ভাবে অনুভব করান হয় শিশুর জন্ম দেওয়া এবং স্তন পান করানোর অনুভূতি। চরম উতসাহ নিয়ে পুরুষরা এই ইভেন্টে যোগ দিয়েছিলেন। স্তন্যপানকে প্রমোট করতে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তাঁরা স্তন পান করালেন শিশুর মতো দেখতে পুতুলকে। কিন্তু কিভাবে একজন পুরুষ অনুভব করলেন প্রসববেদনা? কৃত্রিমভাবে তাদের তলপেটে দেওয়া এমন শক যা প্রসববেদনার সামিল। যন্ত্রণায় ছটফট করতে দেখা গেল বহু পুরুষকে।