ওয়েব ডেস্ক: গাড়িপ্রেমীদের জন্য খুশির খবর। বিশেষ করে যাঁরা বিলাসবহুল গাড়ি পছন্দ করেন, তাঁদের জন্য। চিনের প্রথম কার্গো ট্রেন, যেটি শুধুমাত্র গাড়ি আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। সেই ট্রেনটি ইউরোপ থেকে চিন এল ৮০টি বেন্টলে এবং ল্যান্ড রোভার্স নিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শীতকালে আরও উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বক পেতে এগুলো খান


China Xinhua News-এর করা ট্যুইটের মাধ্যমে জানা গিয়েছে, ইউরোপ থেকে চিনে গাড়ি নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য ব্যবহৃত প্রথম ট্রেন এটি। ১৮ দিনের সফর শেষ করে ইউরোপ থেকে চিনের ঝেংঝৌ-এ ৮০টি বেন্টলে এবং ল্যান্ড রোভার্স নিয়ে পৌঁছয়। ট্রেনটি যাত্রা শুরু করে হামবার্গ, জার্মানি থেকে। এবং ১৮ দিন যাত্রা করার পর ঝেংঝৌয়ে এসে পৌঁছয়।


আরও পড়ুন আইডিয়ার নতুন অফারটা শুনেছেন?