নিজস্ব প্রতিবেদন: অনলাইনে খাবার আনিয়ে খাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে কলকাতা-সহ দেশের মহানগরগুলিতে। বাড়িতে রান্না করার বদলে বাইরের খাবারেই মজেছে যুব সম্প্রদায়। তাই প্রতিদিনই জনপ্রিয়তা বাড়ছে খাবার পরিবেশকারী অ্যাপগুলির। কিন্তু বাড়িতে আসা খাবার খেয়ে কি পেট ভরছে না? মনে হচ্ছে কম পরিমানে খাবার পাঠাচ্ছে রেস্তোরাঁ? তাহলে সাবধান হোন। রেস্তোরাঁ বাটিভরা খাবার পাঠালেও হয়তো তা গায়েব হয়ে যাচ্ছে মাঝ রাস্তাতেই। তেমনই একটি ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবিতে দেখা যাচ্ছে, লিফটের ভিতরে দাঁড়িয়ে কৌটো খুলে খাবার খাচ্ছেন এক ফুড ডেলিভারি সংস্থা ডেলিভারি বয়। কয়েক চামচ খেয়ে আবার কৌটোর মুখ বন্ধ করে প্যাকেটে রেখে দিচ্ছেন তিনি। তবে ভারতে নয়। এই ছবি ধরা পড়েছে চিনের গুয়াংদং প্রদেশে। তবে ডেলিভারি বয়কে সনাক্ত করা যায়নি। 


V-Shaped Top Notch, সঙ্গে রঙের জেল্লা, Oppo F9 দেখলেই মনে হয় কিনি কিনি


 



মাইথুয়ান নামে ওই খাবার পরিবেশনকারী সংস্থাটি চিনে বেশ নির্ভরযোগ্য। বহু মানুষ এই অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করে থাকেন। সেই সংস্থার কর্মীর এহেন কাণ্ড দেখে হতবাক চিনের মানুষ। তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে ডেলিভারি বয়ের এই কাণ্ড।