ওয়েব ডেস্ক: বিশ্বের এমন এক দেশ, যা জনসংখ্যায় সব দেশকে হার মানায়। চিন। চিনে জন্ম হার নিয়ন্ত্রণের জন্য কমিউনিস্ট পার্টি নিজস্ব এক নীতি সারা দেশে লাগু করেছিল। সেখানে দুইয়ের অধিক সন্তান প্রজন্মের স্বাধীনতা ও অধিকার দুই'ই ছিল না চিনা নাগরিকদের। সারা বিশ্বব্যাপী চিনের কমিউনিস্ট পার্টির এই নীতি নিয়ে নিন্দা এবং সমালোচনাও কম হয়নি। তবে চিন ছিল অবিচল এবং গোঁড়া। কিন্তু কিছুদিন আগেই চিনের এই জন্মহার নীতি নিয়ে পর্যালোচনা করে চিনের কমিউনিস্ট পার্টি। সেখানে এই নীতিতে অদল বদল করার প্রস্তাবও দেন অনেকে। কিন্তু এখনও এবিষয়ে পাকাপোক্ত কিছু সিধান্ত নেওয়া হয়নি। বরং একই ভাবধারাতেই কি চলছে চিন? জন্মহার নিয়ন্ত্রণে নিরোধকেই অগ্রাধিকার দিচ্ছে চিন। এমনকি পাঁচ তারা হোটেলেও ঘরে ঘরে বইয়ের বদলে থাকছে কন্ডোম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এই দৃশ্য দেখে খুশি 'নারীবাদী' লেখিকা তাসলিমা নাসরিন। টুইটে টেবিলে থাকা কন্ডোমের ছবি দিয়ে একটি টুইটও করেন তিনি।



লেখিকার মত আপনিও কি খুশি? না আপনাকে কিছুটা হলেও অবাক করল 'কন্ডোম কাহিনী'।