ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির কথা চিন্তা করছে চিনের ইউনান প্রদেশ। আজ কুনমিংয়ে দশম চিন-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামে ইউনান প্রদেশের গভর্নর ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্রর কথা হয়। সেপ্টেম্বরে রাজ্যে আসছেন ইউনান প্রভিন্সের প্রতিনিধিরা। বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিংয়ের উপস্থিতিতে আজ কুনমিংয়ের বিজনেস ফোরামে ভারত ও পশ্চিমবঙ্গের স্টলের উদ্বোধন হয়। গতকালই চিনের শিল্পপতিদের সঙ্গে পর্যটন, হস্তশিল্প এবং উত্‍পাদন ক্ষেত্রে তিনটি মউ সই করেন অমিত মিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাণিজ্যে  চিনের ইউনান প্রদেশের আগ্রহে খুশি পশ্চিমবঙ্গের শিল্প মহল। শিল্প স্থাপনে আশা দেখছেন পশ্চিমবঙ্গ সরকারও।