নিষ্পত্তির পথে এগোচ্ছে মাসুদের আলোচনা, বলল বেজিং
খবর ছিল, আগামী ২৩ এপ্রিলের মধ্যে চিনের ‘টেকনিক্যাল হোল্ড’ সিদ্ধান্ত তুলে নেওয়ার আর্জি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন। এই খবর সত্যতা অস্বীকার করে বেজিং
নিজস্ব প্রতিবেদন: অবস্থানে অনড়। তবে, এই মুহূর্তে দাঁড়িয়ে নিষ্পত্তির সন্ধিক্ষণেও। পাক মদতপুষ্ট জঙ্গি মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দেওয়া বিষয়ে এ ভাবেই ব্যাখ্যা করল চিন। সরাসরি উত্তর না দিয়ে কার্যত হেঁয়ালি সুরে বেজিং বলে, মাসুদ আজহার সম্পর্কে পুরনো অবস্থানে দাঁড়িয়ে তারা। এ বিষয়ে আলোচনা চালানো হচ্ছে। চূড়ান্ত নিষ্পত্তির পথে এগোচ্ছে বলে দাবি করে চিন।
খবর ছিল, আগামী ২৩ এপ্রিলের মধ্যে চিনের ‘টেকনিক্যাল হোল্ড’ সিদ্ধান্ত তুলে নেওয়ার আর্জি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন। এই খবর সত্যতা অস্বীকার করে বেজিং। চিনা বিদেশমন্ত্রকের মুখ্যপাত্র লু কাং বলেন, “এমন খবর কোথা থেকে পেলেন বুঝতে পারছি না। নিরাপত্তা পরিষদ এবং তার সংশ্লিষ্ট বডি ১২৬৭ কমিটির নির্দিষ্ট নির্দেশিকাবলী রয়েছে।” গত মাসে মাসুদ আজহারকে নিয়ে ‘ইতিবাচক’ আশার কথা শোনায় চিন। বেজিংয়ের তরফে বলা হয়, ইতিবাচক পথে এগোচ্ছে মাসুদকে নিয়ে আলোচনা। এ বিষয়ে দিল্লি কূটনৈতিক সাফল্য মনে করলেও, ধোঁয়াশায় রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞরা। ইতিবাচক বিষয়টি ‘বন্ধু’ পাকিস্তানের দিক থেকেও হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।
আরও পড়ুন- ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে প্যারিসের গির্জা
গত মাসে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার বিষয়ে ভিটো প্রয়োগ করে চিন। এ নিয়ে ৪ বার ভিটো প্রয়োগ করে তারা। বেজিং ‘টেকিনিক্যাল হোল্ড’ বলে যুক্তি দেয়, এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন। সর্বসম্মতি নিয়েই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো দরকার। ইতিমধ্যে সব পক্ষের মতামত নেওয়া হয়েছে। পুলওয়ামা ঘটনার পর মাসুদকে জঙ্গি তকমা দিতে উঠে পড়ে লাগে মার্কিন যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে তড়িঘড়ি প্রস্তাব এনে আমেরিকা অপেশাদারি আচরণ দেখিয়েছে বলে দাবি করে চিন।