ভারতের পর পাকিস্তান নিয়ে এবার কড়া অবস্থান `বন্ধু` চিনের
সন্ত্রাস মোকাবিলা করতে পাকিস্তান সীমান্তকে সিল করে দেওয়ার চিন্তা ভাবনা কমিউনিস্ট দেশ তথা `পাকিস্তান বন্ধু` চিনের।
ওয়েব ডেস্ক: সন্ত্রাস মোকাবিলা করতে পাকিস্তান সীমান্তকে সিল করে দেওয়ার চিন্তা ভাবনা কমিউনিস্ট দেশ তথা 'পাকিস্তান বন্ধু' চিনের।
পুরনো বছরে ভারত-পাক সীমান্তে ঘটে যাওয়া অবিরাম অশান্তির কারণে দুই 'বন্ধু' দেশের সম্পর্ক উত্তপ্ত আকার ধারান করেছে বারে বারে। যার রেশ এখনও চলছে। কাশ্মীরে ঢুকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হামলায় নিহত হয়েছিল ১৯ সেনা জাওয়ান। সেনা ছাউনিতে অতর্কিত জঙ্গি হামলার জবাবে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতও। সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনা জাওয়ানদের অ্যাটাক কাঁপুনি ধরিয়ে ধরায় ইসলামাবাদেও। এই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা, রাশিয়া সহ প্রতিবেশী দেশ বাংলাদেশ। তবে কোনও কথা বলেনি চিন। বরং তলে তলে বন্ধুত্বের হাতকে আরও শক্ত করেছিল পাকিস্তান-চিন। তবে এবার বন্ধুত্বের সম্পর্কে হাল্কা চির ধরল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। চিনের সংবাদ সংস্থা জিনুয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, "সন্ত্রাস মোকাবিলা করতে পাকিস্তান সীমান্ত সিল করার সিদ্ধান্ত নিয়েছে জিনজিয়াংয়ের সরকার"। এও বলা হয়, "সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে যারা পাকিস্তান পেরিয়ে চিনে প্রবেশ করছে এবং চিন সীমান্তে থাকছেন", তাদের যাতায়েতের ওপর কঠোর হবে চিনা প্রশাসন।