নিজস্ব প্রতিবেদন: হংকং নাগরিকত্ব ঘটনায় ব্রিটেনের বিরুদ্ধে কড়া বার্তা দিল লন্ডনের চিনা দূতাবাস। আগেই ডিজিটাল স্ট্রাইক করে ৫৯ টি চিনা অ্যাপ ব্যান করেছে ভারত। ভারতের পাশে  দাঁড়িয়েছে  ফ্রান্স, ইজরায়েল, আমেরিকা, রাশিয়া। হংকংয়ের ঘটনায় চিনের বিরুদ্ধে গিয়েছে ব্রিটেন। এক কথায় মহা ফাঁপড়ে পড়েছে ড্রাগন। তবু হুঁশিয়ারি দিতে ছাড়ছে না জিনপিংয়ের দলবল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আরও চাপে চিন, ভারতের 'ডিজিটাল স্ট্রাইকের' পর বেজিংয়ের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ ব্রিটেনের


নতুন জাতীয় নিরাপত্তা আইন এনে ১৯৯৭ সালের ব্রিটেনকে দেওয়া কথা ভেঙে দিয়েছে চিন। এক দেশ দুই নীতি থেকে সরে এসে হস্তক্ষেপ করেছে হংকংয়ের স্বাধীনতায়। পাল্টা দিতে ছাড়েনি ব্রিটেন। ৩০ লক্ষ হংকংবাসীকে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।


আর তাতেই সুর চড়া করল চিন। লন্ডনে চিনা দূতাবাস থেকে বলা হয়েছে, "যদি ব্রিটিশরা একতরফা পরিবর্তন আনে তাহলে তা আন্তর্জাতিক নীতিমালা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী আইন বিঘ্নিত করবে।"
শুধু তাই নয় শাসানির সুরে চিনা দূতাবাস এ-ও জানিয়েছে আমরা এর দৃঢ় বিরোধিতা করি এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।