ওয়েব ডেস্ক: নিজেদের দেশের দোরগোড়ায় কোনও রকম যুদ্ধ বা গন্ডগোল সহ্য করবে না চিন, মাসিক বিবৃতিতে এমনটাই জানালেন চিনা প্রতিরক্ষা দফতরের মুখপাত্র রেন গুয়োকিয়াং। সম্প্রতি জাপানের আকাশসীমা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার 'জবাবে' কোরীয় উপকুলবর্তী এলাকায় আকাশ থেকে গোলাবর্ষণ করেছে আমেরিকা। আর তারপরই চিনের পক্ষ থেকে এমন বিবৃতিকে যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কমিউনিস্ট দেশটির তরফে ওই বিবৃতিতে আরও জানানো হয় যে, কোনও কোনও দেশ কেবল রাষ্ট্রপুঞ্জের অনুমোদনকে কাজে লাগাতে চাইছে, কিন্তু আলাপ-আলোচনার জন্য রাষ্ট্রপুঞ্জের যেসব পূর্বশর্ত রয়েছে তা মেনে চলছে না।


সরকারিভাবে দেওয়া চিনের এই বিবৃতি থেকে মার্কিন মুলুকের প্রতি তাদের নিশানা স্পষ্ট। বন্ধু উত্তর কোরিয়ার পাশে যে চিন থাকবে তাতে অবশ্য অবাক হওয়ার মতো কিছু দেখছে না কূটনৈতিক মহল। উল্লেখ্য, এর আগে চিন জানিয়েছিল, যদি আমেরিকা কিমের কোরিয়াকে আগে আক্রমণ করে তাহলে কিমের পাশেই দাঁড়াবে শি জিনপিং-এর দেশ। ফলে, চিনা প্রতিরক্ষা মুখপাত্রের এই বিবৃতিকে উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানোর ভিত্তি প্রস্তুত করা হিসাবেই দেখছে দুনিয়া।