গুজব বলেছিল পুলিস, মৃত্যু হল করোনাভাইরাস প্রথম সনাক্তকারী চিনা ডাক্তারের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত চিনে মৃত্যু হয়েছে ৫৬৪ জনের।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস নিয়ে প্রথম সতর্ক করেছিলেন। কিন্তু তাঁকে গুরুত্ব দেয়নি চিনা পুলিস। সেই চিকিত্সক প্রাণ হারালেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হল ডাক্তার লি ওয়েনলিয়াংয়ের।
চিনা সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছরের লি ওয়েনলিয়াং প্রথম করোনভাইরাসের ব্যাপারে সতর্ক করেছিলেন। হুহানের সরকারি হাসপাতালে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। ডিসেম্বরে স্থানীয় ৭জন রোগীর সার্সের মতো ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লি তখনই আশঙ্কা করেছিলেন, করোনাভাইরাস মহামারীর আকার নিতে পারে। সে কথা চিকিত্সকদের উইচ্যাট অ্যাপেও বলেছিলেন তিনি। বলে রাখি, ২০০৩ সালে সার্স ভাইরালে চিনে ৮০০ জনের মৃত্যু হয়েছিল।কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয় লিয়ের মেসেজ। তাঁর বিরুদ্ধে ওঠে গুজব ছড়ানোর অভিযোগ। লিয়ের কথায় বিশ্বাস করেনি পুলিস।
চিনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬৪ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮,০১৮ জন।
আরও পড়ুন- ট্রাম্পের সামনে কাগজ কুচি কুচি করে ছিঁড়ে ‘মুখের উপর জবাব’ দিলেন ন্যান্সি