G20 Summit: জি২০-র আবহেই নেপালকে জড়িয়ে ভারতকে আক্রমণ চিনের...
G20 Summit: চিনা রাষ্ট্রদূত বলেন, `আমি চাই এবং আমি মনেও করি, নেপালের মানুষের আরও সমৃদ্ধ জীবন, আরও আধুনিক জীবন উপভোগ করার অধিকার রয়েছে।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিন-ভারত সম্পর্ক ভালো এমন কথা দুদেশের বন্ধুরাও বলবে না। তবু, সামনেই জি২০ বৈঠক। তাই আশা করা গিয়েছিল, এই পরিস্থিতিতে অন্তত দেশগুলি নিজেদের মধ্যে খুব একটা আকচা-আকচি করবে না। কিন্তু, সেই আবহেই ছন্দপতন ঘটাল চিন। ফের ভারতের সমালোচনা করল তারা। নেপালের মাটিতে দাঁড়িয়ে ভারতকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন নেপালে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত। ভারত তাঁর এই আচরণ মোটেই ভালো ভাবে নেয়নি।
আরও পড়ুন: Great Wall of China: চিনের প্রাচীরে গর্ত করছিলেন দু'জনে! কেন এই ভয়ংকর কাজ করতে চাইছিলেন তাঁরা?
কী বলেছেন তিনি?
আপাতদৃষ্টিতে তিনি চিনের সঙ্গে নেপালের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর কথাই বলছিলেন। তবে সেই প্রসঙ্গেই ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের সমালোচনা করে বসেন চিনা রাষ্ট্রদূত চেন সং। তাঁর মতে, ভারতের মতো প্রতিবেশী পাওয়াটা নেপালের দুর্ভাগ্য। কারণ, প্রতিবেশী দেশগুলি সম্পর্কে ভারতের নীতি মোটেই বন্ধুত্বপূর্ণ নয়। তাঁর আরও দাবি, অর্থনৈতিক বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য কাঠমান্ডুর উচিত চিনের দিকে তাকানো।
কাঠমান্ডুর বানেশ্বর এলাকার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন চেন সং। সেখানেই ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের বিষয়ে চেন নেপালকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, 'দুর্ভাগ্যবশত আপনাদের ভারতের মতো এক প্রতিবেশী রয়েছে। ভারত এক বিশাল বাজার, বিশাল সম্ভাবনা। আপনারা তা ব্যবহার করতেই পারেন। কিন্তু একই সঙ্গে, নেপাল এবং অন্যান্য প্রতিবেশীদের প্রতি ভারতের নীতি তেমন বন্ধুত্বপূর্ণ নয়। এবং তা নেপালের জন্য বিশেষ লাভজনকও নয়!'
চিনা রাষ্ট্রদূত চেন তাঁর বক্তৃতায় নেপালকে এদিন এক বিকল্প দৃষ্টিভঙ্গি নেওয়ার কথাও বলেন। তিনি বলেন, নেপালের উচিত হবে কৃষিক্ষেত্রে শক্তিশালী হওয়ার দিকে মন দেওয়া। চিনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। এসবের সঙ্গে তিনি যোগ করেন, 'আমি চাই এবং আমি মনেও করি, নেপালের মানুষের আরও সমৃদ্ধ জীবন, আরও আধুনিক জীবন উপভোগ করার অধিকার রয়েছে।'