নিজস্ব প্রতিবেদন: বরের বয়স ২৩ বছর,  আর কনে পার করেছেন মাত্র ৩৫টি বসন্ত। অর্থাত্, বরের থেকে কনের বয়স ১৫ বছর বেশী। এই বিয়েতে অংশ নিয়েছে কনের ১৪ বছরের ছেলেও। এত পর্যন্ত সব ঠিকই আছে। কিন্তু জানা যাচ্ছে, এই বিয়েতে পাত্রকে রাজি করাতে ৫ কোটি টাকা (৫ মিলিয়ন ইয়েন) পণ দিয়েছেন কনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাইওয়ান নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জানুয়ারি চিনের হুনান প্রদেশে বসেছিল বিয়ের আসর। 'অ্যাপেল ডেইলি' নামের সংবাদ মাধ্যম এই বিয়ের ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সোনার ব্রেসলেট, নেকলেস, কানের দুল পরে রয়েছেন চূড়ান্ত বৈভবশালী কনে। নব দম্পতিকে একটি লাল রঙের গাড়িতে একসঙ্গে দেখতে পাওয়া গেছে।


আরও পড়ুন- ঝুঁকলেই স্তনযুগল দেখা যায়, তাই সটান চিঠি সরকারকে!


তবে জানা যাচ্ছে, এমন অসম বয়সের বিয়েতে মোটেই রাজি ছিল না পাত্রপক্ষ। কিন্তু কনে পক্ষ থেকে ৫ কোটি টাকা পণ দিতে চাওয়ায় বর পক্ষের আপত্তি উবে গেছে। ২৩ বছরের পাত্রের বাবা-মা এরপর ছেলে-বউমাকে আশীর্বাদ করেছেন অন্তর থেকে। সত্যি টাকা কিনা পারে, কি বলেন...


আরও পড়ুন- 'সেক্সোম্যানিয়াক'! ঘুমের ঘোরে কয়েকশোবার ধর্ষণ করায় অভিযুক্ত তরুণ