ওয়েব ডেস্ক: BRICS-এর সম্মেলেনে ‌যোগ দিতে প্রধানমন্ত্রী চিন পৌঁছতেই সুর বদল হল বেইজিংয়ের। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ররিবার মন্তব্য করেন, ‌যে কোনও ইস্যু মিটিয়ে ফেলার ক্ষেত্রে কূটনীতির আশ্রয় নিতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার থেকে শুরু হচ্ছে BRICS-এর সম্মেলন। তার আগেই চিনা প্রেসিডেন্টের এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল। কারণ ডোকা লা সমস্যার পর এটাই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে চিনা প্রেসিডেন্টের প্রথম সাক্ষাত। কয়েক মাস ধরে ডোকা লা নিয়ে প্রবল সংঘাতের পর সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয় দুদেশ।


উল্লেখ্য, সিকিম সীমান্তে ডোকা লা থেকে ভারতকে সেনা সরাতে হুমকি দিয়েছিল চিন। ভারত সেনা না সরালে তার জন্য বড়সড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় বেইজিং। ভারত এসই হুমকিকে গুরুত্বই দেয়নি। এবার সেই অবস্থার বদল হচ্ছে বলেই মনে করা হচ্ছে।


শি জিনপিং এদিন বলেন, ব্রিক্স সদস্যভূক্ত দেশগুলির উচিত এই উপমহাদেশ শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উল্লেখ‌যোগ্য ভূমিকা পালন করা।


আরও পড়ুন-সন্তানসম্ভবা এই বলি অভিনেত্রীর স্নানের ছবি ভাইরাল