Chinmoy Krishna Das | Bangladesh Crisis: জেল হেফাজতে অসুস্থ চিন্ময় প্রভু! দুই বাংলায় শুরু প্রার্থনা...
Chinmoy Krishna Das | Bangladesh Crisis: জেলের ভিতরের সঠিক খবর দেওয়া হচ্ছে না। শোনা যাচ্ছে। চিন্ময়কৃষ্ণ দাস অসুস্থ রাধারমণ দাস। বিস্তারিত তথ্য দিচ্ছে না ইউনূস প্রশাসন রাধারমণ দাস। চিন্ময়কৃষ্ণ দাসের জামিন শুনানি ২ জানুয়ারি। বাংলাদেশে আদালতে শুনানির আগে অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পদ্মাপারে জেল হেফাজতে অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস। প্রেসার সুগার ফল করেছে বলে সূত্রের খবর। জেলে এসে কাল দেখে গেছেন ডাক্তাররা। জেলের ভিতরের সঠিক খবর দেওয়া হচ্ছে না। শোনা যাচ্ছে। চিন্ময়কৃষ্ণ দাস অসুস্থ রাধারমণ দাস। বিস্তারিত তথ্য দিচ্ছে না ইউনূস প্রশাসন রাধারমণ দাস। চিন্ময়কৃষ্ণ দাসের জামিন শুনানি ২ জানুয়ারি। বাংলাদেশে আদালতে শুনানির আগে অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস।
আরও পড়ুন: Bangladesh: পাকিস্তান থেকে আব্দালি ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, এর পাল্লায় চলে আসবে...
চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতন চিকিৎসা পাচ্ছেন না এমনই অভিযোগ করেছে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। নতুন বছরে ২ জানুয়ারি তাঁর জামিন মামলার শুনানি। তার আগেই এইভাবে অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল।
প্রায় দেড় মাস ধরে দেশদ্রোহ মামলায় জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের করেছে ইউনূস সরকার। চট্টগ্রামের কারাগারে বন্দি করা হয়েছে তাঁকে। মেলেনি জামিন। বারবার পিছিয়ে শুনানি। পরবর্তী শুনানি আগামী ২ জানুয়ারি।
কলকাতা ইস্কনের মুখপাত্র রাধারমণ দাস তিনি জানান, 'সরাসরি খবর আমরাও পাচ্ছি না। কিন্তু যেটুকু শুনলাম সেটা সত্যি চিন্তার বিষয়। ২০২৪ সমস্ত বাংলাদেশী সংখ্যালঘু হিন্দুদের জন্য খারাপ ছিল। আমরা খুবই চিন্তিত আছি। আমরা জানিনা ওঁর ভালোভাবে চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না।' ২ তারিখ ফের চট্টগ্রামের নিম্ন আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি। ওইদিন তিনি যাতে জামিন পান, তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ।