বেতন না বাড়ালে পনেরোই অগাস্ট আত্মহত্যার হুঁশিয়ারি ডিভিসির অস্থায়ী কর্মীদের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সব দফতরে চিঠি। নিজের দফতরে তলব রাষ্ট্রপতির। দিল্লি রওনা প্রতিনিধি দলের। চাপে পড়ে বেতন বাড়ানোর ভাবনা কর্তৃপক্ষের।
---------
অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মাজুলিতে ব্রহ্মপুত্রের জলের তোড়ে ভেসে গেলেন কয়েকজন। হঠাত্‍ জলোচ্ছ্বাসে ভেসে যায় রাস্তার একাংশও। পরিজনদের ভেসে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের অন্য সদস্যরা।  
-----------
বোমা উদ্ধার ঘিরে কোচবিহার শহরে চাঞ্চল্য। এ বি এন শীল কলেজের সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার কোতয়ালি থানার পুলিসের। কলেজ দখল নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ। সেকারণেই মিলেছে বোমা। অনুমান পুলিসের।
------------
রিও অলিম্পিকের আগে নক্ষত্র পতন।  হাতের চোটের জন্য অলিম্পিক থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার। বাকি মরসুমে খেলা নিয়েও অনিশ্চয়তা। ডাক্তারের পরামর্শ মেনেই সিদ্ধান্ত। সাংবাদিক সম্মেলনে জানালেন ফেডেরার।
----------
নরসিং-এর বদলে রিও অলিম্পিকে যাচ্ছেন প্রবীণ রানা। ৭৪ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। জানাল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। তবে এর মধ্যে নরসিং যদি নির্দোষ প্রমাণ হন, তবে ফিরে আসবেন প্রবীণ।
-----------
হুগলির খন্যান স্টেশন রোডের বেহাল দশা। আশেপাশে রেলের সরঞ্জাম রাখায় সমস্যা আরও বেড়েছে। নিকাশির সমস্যা, চাষবাসের ক্ষতির অভিযোগ। প্রতিবাদে ঘণ্টা দেড়েক রেল অবরোধ। তিনদিনের মধ্যে কাজ শুরু না হলে ফের অবরোধের হুঁশিয়ারি আন্দোলনকারীদের।
-----------
শেষ রক্ষা হল না। খুন করে ধরা পড়ে গেল অপরাধী। হুগলির বৈদ্যবাটী চার নম্বর রেলগেটের ঘটনা। টাকা নিয়ে বচসার জেরেই খুন। ঘটনার পরেই দোষ স্বীকার অভিযুক্ত যুবকের। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই  খুন। প্রাথমিক অনুমান পুলিসের।
------------
ইতিহাসে নাম তুলে ফেললেন হিলারি ক্লিন্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রার্থী হলেন তিনি। ডেমোক্র্যাটদের কনভেনশন থেকে আজ  আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা।
-----------
গতকাল জম্মু কাশ্মীরের কুপওয়ারায় জীবিত অবস্থায় পাকড়াও জঙ্গি লস্করের সদস্য। সূত্রের খবর, ধৃত বাহাদুর আলি ওরফে সইফুল্লা পাকিস্তানের লাহোরের বাসিন্দা। ধৃতের থেকে ২৩ হাজার ভারতীয় টাকা উদ্ধার। মিলেছে তিনটি AK-47 রাইফেল ও দুটি পিস্তল।  
----------
আশ্চর্যরক্ষা। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্কুটারে বাসের ধাক্কা। বাসের নিচে চাপা পড়েও বেঁচে গেলেন দুই স্কুটার আরোহী। কার্যত পুনর্জন্ম তাঁদের।
----------