ওয়েব ডেস্ক: সাম্বাজ্বরে কাঁপছে ব্রাজিল। রিওর কার্নিভ্যালে রঙের ছড়াছড়ি। তবে শুধু রঙই নয়, রয়েছে ছাইয়ের উপর প্যারেড প্রতিযোগিতাও। যা নিয়ে বিতর্ক আছড়ে পড়েছে ব্রাজিলজুড়ে।
বিতর্কিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ম্যাঙ্গুইরা সাম্বা স্কুল। এর আগে উনিশবার চ্যাম্পিয়ন হয়েছে এই স্কুলই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে প্রেমের দিন আগত। দরজায় কড়া নাড়ছে প্রেমদিবস। কলম্বিয়ার ফুলচাষিদের নাওয়াখাওয়ার সময় নেই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুল রফতানিকারক দেশ কলম্বিয়া। বিশ্বজুড়ে এ বছর পঞ্চাশ কোটি ফুলের অর্ডারের জন্য দিনরাত এক করে ফেলছেন ফুল উত্পাদনকারীরা।


আবার এদিকে ফের হ্যারি পটারের জাদুতে মজতে চলেছে গোটা দুনিয়া। ব্রিটেন এবং আমেরিকার বইয়ের দোকানগুলিতেখুব শিগগির  ভিড় জমাতে শুরু করবে হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড। পটারের সাবালক জীবন নিয়ে লন্ডনের থিয়েটারে ঝড় তুলবে এই নাটক। তার জন্য চিত্রনাট্য লেখা শেষ। এখন শুধু প্রকাশের অপেক্ষা। এই নাটকের একটা অংশ লিখেছেন জে কে রাউলিং।