ওয়েব ডেস্ক : প্রতীক্ষার অবসান।  অবশেষে সন্ত ঘোষণা করা হল মাদার টেরেসাকে। আজ ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস তাঁকে সন্ত ঘোষণা করেন। তাঁকে এই স্বীকৃতি দেওয়ার সময় ভ্যাটিকান সিটিতে উপস্থিত ছিলেন ৪০ জন সদস্যকে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার; আজই সন্ত ঘোষণা করা হবে মাদার টেরিজাকে


গত কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে ক্রিশ্চান ধর্মাবলম্বীরা অপেক্ষা করে ছিলেন এই দিনটির জন্য। আজ সেই অপেক্ষার অবষান হল। 'সন্ত' হলেন মাদার। গোটা বিশ্বের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের তীর্থক্ষেত্র। তার সামনেই সেন্ট পিটার্স স্কোয়ার। সেখানেই মাদারকে সন্ত ঘোষণার জন্য ক্যাননাইজেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার মানুষের সামনে পোপ ফ্রান্সিস তাঁকে এই স্বীকৃতি দিলেন আজ।