নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে কাঁপছে ফ্রান্স। মারণ ভাইরাসে একদিনে মৃত্যু হল ২৪০ জনের। এরফলে ফ্রান্সে মৃতের সংখ্যা ১১০০ ছুঁল। বিশ্বের মধ্যে ফ্রান্স পঞ্চম দেশ, যেখানে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই পরিস্থিতিতে ফ্রান্সে বাড়ানো হতে পারে লকডাউনের সময়সীমা। সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রাথমিকভাবে গোটা দেশে ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছিল ফ্রান্স সরকার। পরিস্থিতি মোকাবিলায় তার মেয়াদ বাড়িয়ে ৬ সপ্তাহ করা হতে পারে বলে জানা যাচ্ছে। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে, আগামী কয়েকদিন করোনার এপিসেন্টার হতে পারে আমেরিকা। এরফলে আগামী কয়েকদিন মার্কিন মুলুকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় প্রাণ হারিয়েছেন ৭৮২ জন।


পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে সারা বিশ্বে ৪ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৯০৭ জন। করোনাভাইরাসে সর্বাধিক মৃত্যু হয়েছে ইটালিতে। ইটালিতে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৮২০ জন। চিনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৮১। স্পেনে ২ হাজার ৯৯১ জন, ইরানে ১ হাজার ৯৩৪ জন মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।  


আরও পড়ুন, করোনায় তামিলনাড়ুতে মৃত্যু প্রৌঢ়ের, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১