নিজস্ব প্রতিবেদন: করোনার কোনও পর্যায়ই ছাড়ছে না আমেরিকাকে। দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণও সন্ত্রস্ত করে রেখেছে আমেরিকাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোভিড-১৯-(covid-19) এ সব চেয়ে ক্ষতিগ্রস্ত ছিল আমেরিকাই (America)। পৃথিবী জুড়ে ন'কোটি মানুষের সেই মৃত্যুমিছিলে শুধু আমেরিকাতেই মারা গিয়েছিলেন ২ কোটি ৩৩ লক্ষ করোনা-সংক্রমিত মানুষ।


আবারও ভয়ের আবহ তৈরি হয়েছে সে দেশে। গত ২৪ ঘণ্টায় মার্কিন দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৭০ জন। হিসাব করলে দাঁড়ায়, প্রতি এক মিনিটে তিন জন করে আমেরিকাবাসীর মৃত্যু!


ফলে পরিবর্তিত পরিস্থিতিতে করোনা সুরক্ষাবিধি নিয়ে ফের নড়েচড়ে বসেছে আমেরিকা। সে দেশের কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৬ জানুয়ারি থেকে যেসব পর্যটক আমেরিকায় ঢুকবেন তাঁদের প্রত্যেককে কোভিড-১৯ নেগেটিভ (a negative COVID-19 test)রিপোর্ট জমা দিতে হবে।


Also Read: প্রিয়জনের মৃত্যুর শোক, মহামারীতে ছারখার জীবন, Ground Reporting-এ কেঁদে ফেললেন সাংবাদিক