নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্র শুরু হল করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। সোমবার মার্কিন মুলুকে প্রথম Pfizer Vaccine নিলেন নিউ ইয়র্কের এক নার্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লং আইল্যান্ডের জুইশ মেডিক্যাল সেন্টারের সান্ড্রা লিন্ডসে নামে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এক নার্স ওই ভ্যাকসিন নেন। সকাল সাড়ে নটা নাগাদ ওই ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়াটি লাইভ দেখানো হল টিভিতে।


আরও পড়ুন-অচিরেই কলকাতা থেকে সরাসরি দিল্লিগামী বিমান  সপ্তাহে প্রত্যেকদিনই!


ট্রাম্পের হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে দেশে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হল। এতে খুশি মার্কিন প্রেসিডেন্ট। এক টুইটে তিনি লিখেছেন, 'দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হল। সবাইকে শুভেচ্ছা।'


ভ্য়াকসিন নিয়ে কেমন লাগছে সান্ড্রা লিন্ডসের! সংবাদমাধ্যমে তিনি বলেন, অন্যান্য ভ্যাকসিন নেওয়ার থেকে আলাদা কিছু মনে হচ্ছে না। বেশ হালকা লাগছে। যে মারাত্মক অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি তার শেষের শুরু হল এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে।


আরও পড়ুন- 'সবটা মিথ্যে, ১ শতাংশ কাজ,' তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ফেল কার্ড!


উল্লেখ্য, এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার বলি হয়েছেন ২,৯৯,০০০ জন। এর মধ্যে ৩৫,০০০ জনই নিউ ইয়র্কের।