নিজস্ব প্রতিবেদন: এ এক আজব দেশ! সারা পৃথিবী কাঁপছে করোনার ভয়ে। অথচ এখানকার আকাশ-বাতাসে নেই কোনও ভীতি, সেই কোনও চোখরাঙানি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ হল কানাডার নুনাভাট। প্রায় ৩৬ হাজার মানুষের বাস। চারদিকে আর্কটিক সাগরের সুনীল বিস্তার।


কানাডার অনেক অঞ্চলেই করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েছে। কিন্তু দেশটির উত্তরাঞ্চলের নুনাভাটে করোনার বাষ্পও নেই। উত্তর আমেরিকার এই অঞ্চলটিকেই তাই এখনও পর্যন্ত করোনামুক্ত বলে ধরা হচ্ছে।


মার্চে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তখন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন দেশে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। নুনাভাটেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অন্যান্য ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। 


কিন্তু বিধিনিষেধ কোন দেশেই-বা আরোপ করা হয়নি। করোনার গ্রাস থেকে কটা দেশ রক্ষা পেয়েছে? এ দিক থেকে দেখতে গেলে নুনাভাট ব্যতিক্রম বইকি! 


আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্প নিয়ে আমেরিকাবাসীর স্বস্তি-অস্বস্তির হিসেবনিকেশ