ওয়েব ডেস্ক: নদীতে ওরা দল মিলে গিয়েছিল জল খেতে। দলের তিনজন নামল জল খেতে। বাকিরা ওপরেই দাঁড়িয়ে থাকল। জল খেতে গিয়ে ঘটল বিপদ। একটা ক্ষুধার্ত কুমির ঝাঁপিয়ে পড়ল দলের সবচেয়ে বড় হাতিটার ওপর। হাতির শুঁড় টেনে জল নামিয়ে নিল কুমির। বাকি দুটো হাতি তখন প্রাণের দায়ে ডাঙ্গায় উঠে গিয়েছে। কুমিরের আক্রমণে তখন দিশেহারা অবস্থায় স্থল জগতের সবচেয়ে বড় প্রাণী হাতির। কুমির তখন খিদের জ্বালায় অত খেয়াল নেই। ও চেষ্টায় শুঁড়টাকে ধরে হাতিটাকে উল্টে দিলেই ওর খাবার তৈরি। শেষমেশ অবশ্য কুমিরটার কার্যসিদ্ধি হয়নি। কুমিরের কামড় বাঁচিয়ে দলের সঙ্গে ফিরে গেল আহত হাতিটি।