নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ চার দশক ধরে কেউ প্রধানমন্ত্রী হননি। শেষ পর্যন্ত ৪৩ বছর পর প্রধানমন্ত্রী পেল কিউবা। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। ১৯৭৬ সালে কিউবার কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ত্রো ‘প্রধানমন্ত্রী’ পদটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন। ফেব্রুয়ারি মাসে কিউবার নাগরিকদের ভোটে নতুন সংবিধান প্রণয়ন হয়। আর তাতেই বেশ কিছু পরিবর্তনের সঙ্গে প্রধানমন্ত্রী পদ ফেরানো হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী পদ না থাকায় প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছিল। মনে করা হচ্ছে, প্রেসিডেন্ট-এর দায়িত্বের বোঝা কিছুটা লাঘব করার জন্যই প্রধানমন্ত্রী পদ ফেরানো হল। অনেকে আবার বলছেন, কিউবার কমিউনিস্ট পার্টি ও সেনা যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই প্রধানমন্ত্রীর হাতে কোনও ক্ষমতাই নাকি থাকবে না! ১৯৫৯ সালে কিউবান সরকারের পতন ঘটিয়েছিলেন ফিদেস কাস্ত্রো। এরপর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন তিনি। ১৯৭৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন। এর পরই তিনি প্রধানমন্ত্রী পদ বাতিল বলে ঘোষণা করেন। কমিউনিস্ট পার্টির প্রধান হন। 


আরও পড়ুন-  ৩৮৬০ লাখ বছর পুরনো গাছের জীবাশ্মের খোঁজ, বিজ্ঞানীরা বলছেন বড় আবিষ্কার


অসুস্থতার জন্য  ২০০৬  সালে ভাই রাউল কাস্ত্রোর ​হাতে ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল। ২০১৬ সালে মারা যান তিনি।