ওয়েব ডেস্ক: বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোরা। ঘূর্ণিঝড় মোরার আতঙ্কে গতকাল রাতেই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে দশ নম্বর মহাবিরদ সঙ্কেত জারি করা হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মোরার প্রভাবে বাংলাদেশরে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালি, লক্ষীপুর, ফেনি, চাঁদপুর ও তাদের আশেপাশের দ্বীপে স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুটের বেশি জলোচ্ছাস হয়েছে। প্রায় হাজারের বেশি বাড়ি প্রবল জলোচ্ছাসে ভেসে গেছে। আগেই গোটা বাংলাদেশে সব ধরণের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় মোরার হানায় বাংলাদেশে ভেঙে পড়েছে হাজারেরও বেশি কাঁচা বাড়ি। মোরার জেরে দক্ষিণবঙ্গেও বৃষ্টি।


আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে ফল দেখবেন? জেনে নিন


কাশ্মীরে মানব ঢাল নিয়ে সেনাপ্রধানের মন্তব্যে জোর বিতর্ক