ওয়েব ডেস্ক: সেই দিনটাও ছিল রঙিন বসন্তের মতই। হাজার গোলাপে মোড়া চাদর আর প্রেমিকের বুকে মাথা রেখে ভালবাসার গান গাইছিলেন ড্যারিয়ান আমাকের। সেদিনটাও নীল রঙে মিশেছিল লাল। হ্যাঁ। নীল বসন্তের আকাশে রক্ত ছাপ এঁকে রেখেছিল ড্যারিয়ানের ক্ষত বিক্ষত শরীর। টানা ১০ ঘণ্টা, প্রেমিকের মারণ প্রেমে নিজের মুক্তি খুঁজছিলেন, পারেননি। অন্ধকার টানেল থেকে ভালবাসার নির্যাতন থেকে বেরোতে পারেননি। শরীরের একটা হাড়ও আস্ত ছিল না। মাংসপিণ্ডের ভেতরে শক্ত হাড় যা আগুনেও পোড়ে না, তা হয়ে গিয়েছিল পাউডার। নিঃশ্বাস পড়ছিল, হৃদ স্পন্দনও ছিল আর দুয়ারে দাঁড়িয়ে ছিল মৃত্যু। হাসাপাতালের বিছানায় লড়াই চলছে। আর সেখান থেকেই প্রেমিককে বার্তা। ভাল থেকো আর যা যা গানে বললেন-