ওয়েব ডেস্ক: ক্রিসমাসেই বিদায় নিলেন লাস্ট ক্রিসমাসের স্রষ্টা। ব্রিটিশ পপ সম্রাট জর্জ মাইকেল। অক্সফোর্ডের গোরিংয়ে তাঁর বাড়ি। রবিবার সেখান থেকেই চিরশান্তির দেশে পাড়ি দিল তাঁর তিপান্ন বছরের অশান্ত আত্মা। পিছনে পড়ে রইল সমকামী সম্পর্কের স্বীকৃতির দাবিতে অক্লান্ত চিত্‍কার। রয়ে গেল দশ কোটি অ্যালবাম বিক্রির ঈর্ষণীয় বাণিজ্যিক রেকর্ড।


আরও পড়ুন- অনাথ শিশুদের জন্য মঙ্গল প্রার্থনা পোপ ফ্রান্সিসের


'ফেথ', 'ক্লাব ট্রপিকানা', 'কেয়ারলেস উইসপার'। কোনও তরুণ কণ্ঠে যতবার অনুরণিত হবে গানগুলি, স্মৃতিতে উঁকি দেবেন মাইকেল। প্রতি ক্রিসমাসেই কারও না কারও হৃদয়ে রোদন তুলবে তাঁর 'লাস্ট ক্রিসমাস'। নিয়তির সঙ্গে বোধহয় তেমনই ষড়যন্ত্র করেছিলেন। তাই ক্রিসমাসেই অমর করে গেলেন নিজের লাস্ট ক্রিসমাসকে।


আরও পড়ুন- দেড় মাস আগেই লন্ডনে শুরু হয়ে গেল ক্রিসমাস কাউন্টডাউন