জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যুদণ্ড নয়। কাতারে ধৃত ভারতীয় নৌসেনার ৮ প্রাক্তন অফিসারের সাজা কমিয়ে দিয়েছে সেদেশের আদালত। বিবৃতি দিয়ে জানাল বিদেশমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Pak Hindu woman: পাকিস্তানের ইতিহাসে এই প্রথম, জাতীয় সংসদের নির্বাচনে লড়ছেন হিন্দু তরুণী


এক মাস পার। নভেম্বরের শুরুতেই নৌসেনার ৮ প্রাক্তন আধিকারিকে মৃত্যদণ্ডের বিরুদ্ধে কাতারের আদালতে আবেদন করেছিল ভারত। সেই আবেদন গ্রহণও করেছিল আদালত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছিলেন, 'জেলে গিয়ে ধৃত প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকদের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে  দোহার ভারতীয় দূতাবাস। তাঁদের সবরকম আইনি সহযোগিতা করবে দিল্লি'।



আরও পড়ুন:  Bangladesh General Election 2024: বাংলাদেশ নির্বাচনে হাসিনার আওয়ামী লিগের ৮৭ শতাংশ প্রার্থী-ই কোটিপতি!


ঘটনাটি ঠিক কী? কাতারে সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয় দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামে একটি সংস্থা। ওই তখন কর্মরত ছিলেন ভারতের প্রাক্তন ৮ নৌসেনা। তাঁদের গ্রেফতার করে কাতারের গুপ্তচর সংস্থা স্টেট সিকিওরিটি ব্যুরো। কবে? ২০২২ সালের ৩০ অগাস্ট। এই গ্রেফতারি নিয়ে অবশ্য সরকারিভাবে কিছু জানানো হয়নি।


সূত্রের খবর, ধৃতেরা হলে ক্যাপ্টেন নভ্যোতেজ সিংহ গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কম্যান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার বর্মা, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল এবং নাবিক রাগেশ। কাতারের উন্নতমানের  সাবমেরিন সংক্রান্ত তথ্য নাকি ইজরায়লে পাচার করতেন তাঁরা! সেপ্টেম্বরে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর ২৬ অক্টোবর গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতের ৮ প্রাক্তন নৌসেনাকে আধিকারিককে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)