ওয়েব ডেস্ক : 'তার' দোষ সে একটি শিশুকে কামড়ে দিয়েছে। আর সেই অপরাধের জন্য আদালত 'তাকে' মৃত্যু দণ্ড দিয়েছে। এই ঘটনাটি সামনে আসার পরই বর্তমানে বিশ্বজুড়ে তা ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী এমন ঘটল যা এত ভাইরাল?


পাকিস্তানের পঞ্জাব উপত্যকার ক্লোর এলাকার ঘটনা। সেখানে এক শিশুকে কামড়ে দেয় একটি কুকুর। পুলিসের কাছে কুকুর ও তার মনিবের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় শিশুটির পরিবারের তরফে।


আরও পড়ুন- পাকিস্তানেরই সংবাদপত্রের খবরে খসে পড়ল চিনের মুখোশ


অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। মামলায় বিচারক জানিয়ে দেন কুকুরটি অপরাধ করেছে আর তাই তার বেঁচে থাকার কোনও অধিকার নেই। অতয়েব, মৃত্যুদণ্ড অনিবার্য। এদিকে, এই ঘটনার পরে উচ্চ আদালতে মৃত্যুদণ্ড রোখার আর্জি জানিয়েছেন কুকুরটির মনিব।


এই খবরটি প্রথম প্রকাশিত হয় পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলে। তারপর থেকেই তা ভাইরাল!